অবশেষে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। আগামী ০৩ নভেম্বর তাদের ঢাকায় পা রাখার কথা রয়েছে। এর আগে গেল ১৫ অক্টোবর দলটির বাংলাদেশে আসার কথা থাকলেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফরটি স্থগিত করে দেশটির ক্রিকেট বোর্ড।
সফরে সালমাদের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। সিরিজের প্রতিটি ম্যাচই হবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সূচি অনুয়ায়ী, দক্ষিণ আফ্রিকা থেকে ৩ নভেম্বর ঢাকায় এসে ওইদিনই কক্সবাজার যাবে প্রোটিয়া নারী দল। আগামী ৪ ও ৫ নভেম্বর অনুশীলনের পর ৬ নভেম্বর প্রথম ওয়ানডেতে বাংলাদেশদের মুখোমুখি হবেন তারা।
এরপর ৮ ও ১০ নভেম্বর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। একদিন বিরতির পর আগামী ১২ ও ১৩ নভেম্বর সিরিজের প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। পরদিন বিশ্রামের পর ১৫ ও ১৬ নভেম্বর সিরিজের শেষ দুই ম্যাচ খেলে দেশে ফিরবে সফরকারীরা।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৫/মাহবুব