পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম উল হকের সঙ্গে ২ বছরের চুক্তি করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এর আগে ইনজামামকে শুধু সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সফরের জন্য দলটির কোচিংয়ের দায়িত্ব দিয়েছিল। জিম্বাবুয়ে সফরে স্বাগতিকদের বিপক্ষে ওডিআই ও টি-২০ সিরিজ জিতে আফগানরা। যা কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে আফগানদের প্রথম সাফল্য। এ সফলতার প্রেক্ষিতেই ইনজির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করলো দেশটি।
বিডি-প্রতিদিন/৪ নভেম্বর ২০১৫/শরীফ