মোহালিতে চলমান পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বেশ বাজে অবস্থায় পড়েছে ভারত। ১৫৪ রান তুলতেই ৭টি উইকেট হারায় কোহলির নেতৃত্বাধীন ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন ওপেনার মুরালি বিজয়। আরেক ওপেনার শিখর ধাওয়ান শূন্য ও বিরাট কোহলি মাত্র ১ রান করে সাজঘরে ফিরেন। প্রোটিয়াদের হয়ে ডিন এলগার ২২ রান দিয়ে ৪টি উইকেট নেন। আর ভেরনন, হারমার ও রাবাদা নিয়েছেন ১টি করে উইকেট। শেষ খবর পর্যন্ত স্বাগতিকরা আর কোনো উইকেট না হারিয়ে ১৮০ রান সংগ্রহ করেছে। রবিন্দ্র জাদেজা ৩২ রান ও রবিচন্দ্রন অশ্বিন ১০ রান নিয়ে ক্রিজে আছেন। প্রথম দিনের শেষ সেশনে এখনো ২৯ ওভার খেলা বাকি আছে।
বিডি-প্রতিদিন/৫ নভেম্বর ২০১৫/শরীফ