সিরিজের প্রথমটি ওয়ানডেতে টস হেরেও ব্যাটিং করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৬ রান। ব্যাট হাতে ক্রিজে আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
এদিন সৌম্য সরকারের ইনজুরিতে থাকায় তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে নামেন লিটন কুমার দাস। কিন্তু অধিনায়কের প্রত্যাশার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৬ বলে মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। এরপর ব্যাটিংয়ে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ২০ বলে মাত্র ৯ রান করে দলকে বিপদে ফেলে তিনিও সাজঘরে ফেরেন।
এই দুই জনের বিদায়ের পর ব্যাটিংয়ের আসেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। শুরু থেকেই তিনি বোলারদের শাষণ করে ব্যাট চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ৩ চারে ১৩ বল থেকে ১৫টি রান তুলে নিয়েছেন টেস্ট দলপতি। অপর প্রান্তে এক ছক্কা ও দুই চারে ২৯ বলে ২০ রান অপরাজিত তামিম ইকবাল।
এর আগে, টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।
জিম্বাবুয়ে দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, চামু চিবাবা, ক্রেইগ আরভিন, গ্রায়েম ক্রেমার, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, লুক জঙ্গো, টিনাশে পানিয়াঙ্গারা, মুজারাবানি এবং ম্যালকম ওয়ালার।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৫/মাহবুব