যুক্তরাষ্ট্রে ফের কিংবদন্তী ক্রিকেটারদের মেলা বসেছে। অল স্টারস সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়ার্ন ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শচীন ব্লাস্টার্সের অধিনায়ক শচীন টেন্ডুলকার। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জিতে ১-০ তে এগিয়ে রয়েছে শেন ওয়ার্নের দল।
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেনের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন।
বোলিংয়ে যথারীতি শুরু করবেন পাকিস্তানের সাবেক তারকা শোয়েব আখতার। ওপেনিং স্পেলে তার সঙ্গী গ্লেন ম্যাকগ্রা।
শচীন ব্লাস্টার্স: শচীন টেন্ডুলকার (অধিনায়ক), সৌরভ গাঙ্গুলি, বীরেন্দর শেবাগ, ব্রায়ান লারা, মাহেলা জয়াবর্ধনে, ল্যান্স ক্লুজনার, শন পোলক, মঈন খান, গ্রায়েম শন, গ্লেন ম্যাকগ্রা, মুত্তিয়া মুরালিধরন, শোয়েব আখতার
ওয়ার্ন ওয়ারিয়র্স: শেন ওয়ার্ন (অধিনায়ক), ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, মাইকেল ভন, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা, অ্যান্ড্রু সাইমন্ডস, জন্ডি রোডস, সাকলাইন মুশতাক, ওয়াসিম আকরাম ও অজিত আগারকার।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন