দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আজ টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। শেষ খবর পর্যন্ত ৮ রানেই ২ উইকেট হারিয়েছে সফরকারীরা। মাশরাফি সিকান্দার রাজার উইকেটটি নিয়েছেন আর আল আমিন নিয়েছেন চাকাবোয়ার উইকেট। পরের ম্যাচটিও একই মাঠে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সিকান্দার রাজা ও রেজিস চাকাবোয়া জিম্বাবুয়ের হয়ে ব্যাটিং ওপেনিং করতে নেমেছেন। খবর ইএসপিএন'র
ইতোমধ্যে ৩ ম্যাচ একদিনের সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৫/শরীফ