তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে সান্তনার ড্র নিয়ে সিরিজ শেষ করল সফরকারী জিম্বাবুয়ে। দ্বিতীয় ও শেষ ম্যাচে রবিবার স্বাগতিক বাংলাদেশের ১৩৬ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শেষ ওভারের নাটকীয়তায় টাইগারদের হতাশ করে জয় ছিনিয়ে নিয়েছে জিম্বাবুয়ে।
ম্যাচে জিততে হলে শেষ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১৮ রান। বোলিংয়ে এলেন নাসির হোসেন। ওভারের প্রথম বলে সমর্থকদের উন্মত্ত করে তুলে নিলেন বিধ্বংসী ওয়ালারের উইকেট। আকাঙ্ক্ষিত জয়ের প্রত্যাশায় তখনই গ্যালারি জুড়ে টাইগার সমর্থকরা জয়ের উল্লাসে মেতে উঠেছেন! কিন্তু হলো না। ওভারের দ্বিতীয় বলে নাসির হোসেনের বলটিকে কভার অঞ্চলের উপর দিয়ে তুলে মেরে বিশাল ছক্কা হাঁকান নেভিল মাদজিভা। এর পরের দুটি বল থেকে একটি বাউন্ডারি ও ডাবল নিয়ে স্ট্রাইকে থেকে যান তিনি। শেষ দুই বলে জিম্বাবুয়ের প্রয়োজন ৬ রান। ওভারের পঞ্চম বলটিকে সজোরে তুলে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন ডানহাতি জিম্বাবুইয়ান ব্যাটসম্যান। স্তব্ধ হয়ে গেল গ্যালারির উল্লাস। বিশাল ওই ছক্কার মাধ্যমে বাংলাদেশের বিপক্ষে আড়াই বছরের জয় পেলো জিম্বাবুয়ে।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৫/ এস আহমেদ