আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে জায়গা হয়নি ইয়ান বেলের। বৃহস্পতিবার অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ছাড়াই চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইসিবি।
প্রোটিয়া সফরে দলে ফিরেছেন ব্যাটসম্যান নিক কম্পটন ও গ্যারি ব্যাল্যান্স। দলে নতুন মুখ বাঁহাতি পেসার মার্ক ফুট্টিট। ইনজুরির কারণে মার্ক উড ও স্টিভেন ফিন দলে না থাকাতেই সুযোগ হয়েছে তার।
সদ্য সমাপ্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্টে সিরিজে ভালো করতে পারেননি বেল। তিন টেস্টের ছয় ইনিংসে তার ব্যাট থেকে পঞ্চাশোর্ধ রানের ইনিংস আসে মাত্র একটি। এমন বাজে পারফরম্যান্সের কারণেই দল থেকে বাদ পড়েছেন ৩৩ বছর বয়সি এই ব্যাটসম্যান।
আগামী ২৬ ডিসেম্বর ডারবানে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর পরের বছরের ৬ জানুয়ারি কেপটাউনে দ্বিতীয়, ১৪ জানুয়ারি জোহানেসবার্গে তৃতীয় ও ২২ জানুয়ারি সেঞ্চুরিয়নে শুরু হবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট।
ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জন বেয়ারস্টো, গ্যারি ব্যাল্যান্স, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, নিক কম্পটন, মার্ক ফুট্টিট, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, সামিত প্যাটেল, জো রুট, বেন স্টোকস, জেমস টেলর ও ক্রিস ওয়াকস।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৫/মাহবুব