বিপিএলের সপ্তম ম্যাচে রংপুর রাইডার্সের বেঁধে দেওয়া ১৭৭ রানের লক্ষ্য ব্যাট করছে ঢাকা ডায়নামাইটস। ম্যাচের ৯ ওভার শেষে ঢাকার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪৮ রান।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান করে রংপুর রাইডার্স।
দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন লেন্ডল সিমন্স। ৩৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ইনিংস সাজান তিনি।
এ ছাড়া মোহাম্মদ মিথুন ৩৪, থিসারা পেরেরা ২৭ ও সৌম্য সরকার ১৮ রান করেন। আর অধিনায়ক সাকিব আল হাসান ১৫ বলে ৩ চারের সাহায্যে ২৪ রানে অপরাজিত থাকেন।
ঢাকার পক্ষে পেসার মুস্তাফিজুর রহমান ও স্পিনার ইয়াসির আলী ২টি করে উইকেট নেন। আবুল হাসান রাজু ও মোশাররফ হোসেন নেন একটি করে উইকেট।
ঢাকা নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শুভ সূচনা করে। আর রংপুর নিজেদের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে জিতলেও দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের কাছে হেরে যায়।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর ২০১৫/ এস আহমেদ