বিপিএলে যোগ দিতে হেলিকপ্টারে করে চট্টগ্রাম পৌঁছলেন পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল। মঙ্গলবার সকাল সোয়া দশটায় ঢাকায় পৌঁছে হেলিকপ্টারে করে সরাসরি ম্যাচভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলে আসেন উমর আকমল।
স্টেডিয়ামের পিছনে মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে উমর আকমলকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। এরপর চিটাগং ভাইকিংস শিবিরে যোগ দিয়ে অনুশীলন করেন। সেরা একাদশে জিম্বাবুয়ের এল্টন চিগাম্বুরার জায়গায় খেলছেন উমর আকমল।
সোমবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকার বিমান ধরেন কামরান আকমলের ছোট ভাই। দুই ভাই একসঙ্গে খেলছেন চিটাগং ভাইকিংসের হয়ে।
টানা তিন ম্যাচ হারের স্বাদ পাওয়া চিটাগং ভাইকিংস উমর আকমলের হাত ধরে জয়ের স্বাদ পায় কিনা সেটাই দেখার বিষয়।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর ২০১৫/এস আহমেদ