সফরকারী দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ভারতের মধ্যে চার ম্যাচ টেস্ট সিরিজের দিল্লিতে চলমান শেষ ও চতুর্থ টেস্টে টসে জিতে প্রথম ব্যাট করছে স্বাগতিকরা। প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানেই মুরালি বিজয়ের উইকেট হারিয়েছে ভারত। বিজয় ১২ রান করেই সাজঘরে ফিরেন। এখন ক্রিজে আছেন শিখর ধাওয়ান ও চেতেশ্বর পূজারা। শিখরের সংগ্রহ ২৪ রান। বিজয়ের উইকেটটি নিয়েছেন পিয়েডত।
উল্লেখ্য, চার ম্যাচ টেস্ট সিরিজটি ইতোমধ্যে ২-০ তে সিরিজ জিতে নিয়েছে ভারত। চেন্নাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
বিডি-প্রতিদিন/৩ ডিসেম্বর ২০১৫/শরীফ