বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলস।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করা রংপুর রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। ১০৫ রানের টার্গেটে বরিশাল ব্যাটিংয়ে নামলেও বৃষ্টি বাধায় টার্গেট দাঁড়ায় ৭৫ রান। ৬ উইকেট আর ৩ বল হাতে রেখেই সে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।
এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে বরিশালের বোলারদের বিশেষত পেসার আল-আমিন হোসেনের তোপের মুখে পড়ে ছিল রংপুর রাইডার্স। নিজের প্রথম ওভারটির প্রথম বলেই সৌম্য সরকারকে শূন্য রানে সাজঘরে পাঠান আল-আমিন। একই ওভারের ৬ষ্ঠ ও শেষ বলে রংপুর অধিনায়ক সাকিবকে এক রানে প্যাভিলনে পাঠান এবারের বিপিএলের একমাত্র হাটট্রিককারী আল-আমিন।
আল-আমিনের পথ অনুসরণ করে ম্যাচে জ্বলে উঠেন বরিশালের অন্যান্য বোলাররা। আর তাদের নৈপুণ্যে মাত্র ১০৪ রানেই রংপুরকে আটকে ফেলতে সক্ষম হয়েছে বরিশাল। রংপুরের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেছেন ওপেনার জহুরুল ইসলাম। এ ছাড়া মিসবাহ-উল-হকের ব্যাট থেকে আসে ২২ রান।
বরিশালের পক্ষে আল-আমিন নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি ও ক্যারিবীয় পেসার রায়ান এমরিত। ১টি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও সিকুগে প্রসান্না।
রংপুরের দেওয়া ১০৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৯ রানের মাথায় গত ম্যাচের সেঞ্চুরিয়ান এভিন লুইসকে (১৫) সাজঘরে পাঠান পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। ৩.৩ ওভার খেলা গড়ানোর পর ম্যাচে বৃষ্টি হানা দেয়। সে সময় বরিশালের সংগ্রহ ছিলো ১৯ রান। বৃষ্টিতে সময় নষ্ট হওয়ার ফলে, বরিশালের সামনে নতুন টার্গেট দাঁড়ায় ১৩ ওভারে ৭৫ রান।
ষষ্ঠ ওভারের শেষ বলে বরিশালের ওপেনার রনি তালুকদারকে বিদায় করেন আরাফাত সানি। ব্যক্তিগত ২৩ রান করে ব্যাকওয়ার্ড পয়েন্টে মোহাম্মদ নবীর তালুবন্দি হওয়ার আগে রনি ১৯ বলে তিনটি বাউন্ডারির সাথে একটি ওভার বাউন্ডারি হাঁকান। আউট হওয়ার আগের বলটিতেই রনি ডিপ-মিড উইকেট দিয়ে ছক্কাটি মারেন।
অষ্টম ওভারের প্রথম বলে সাকিবের ঘূর্ণিতে সাজঘরের পথ ধরেন মেহেদি মারুফ (৩)। মোহাম্মদ মিথুনের স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন মারুফ। সে ওভারটিতে কোনো রান না দিয়েই উইকেটটি তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। নিজের প্রথম দুই ওভারে মাত্র ৩ রান খরচ করে একটি উইকেট লাভ করেন তিনি।
এরপর দলীয় অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও নাদিফ চৌধুরীর স্বাভাবিক ব্যাটিংয়ে ৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল বুলস। অপরাজিত থাকা রিয়াদ ১৮ বল মোকাবেলায় ২৩ রান করেন। আর জয় থেকে মাত্র ৩ রান দূরে থাকতে বিদায় নেন ১৬ রান করা নাদিফ চৌধুরি।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব