সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে চলমান শেষ ও চতুর্থ টেস্টে সেঞ্চুরি করেছেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। টেস্ট ক্রিকেট ক্যারিয়ারে এটা তার পঞ্চম সেঞ্চুরি। দিল্লি টেস্টসহ এখন পর্যন্ত ২২টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ১২২ রান নিয়ে এখনো ক্রিজে আছেন রাহানে। টেস্টে তার সর্বোচ্চ সংগ্রহ ১৪৭ রান।
দিল্লি টেস্টে গতকালের ৫ উইকেটে ২৩১ রান নিয়ে আজ তৃতীয় দিনে ব্যাট করছে স্বাগতিক ভারত। শেষ খবর পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। রাহানের সঙ্গে ২৭ রান নিয়ে ক্রিজে আছেন রবিচন্দ্রন অশ্বিন।
এর আগে গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। স্বাগতিকদের ৭টি উইকেটের মধ্যে ৪টি নিয়েছেন ডেন পিয়েডত। অান ৩টি নিয়েছেন কাইল অ্যাবোট।
উল্লেখ্য, চার ম্যাচ টেস্ট সিরিজটি ইতোমধ্যে ২-০ তে সিরিজ জিতে নিয়েছে ভারত। চেন্নাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।