আগামী ৬ ডিসেম্বর আবারও মিরপুরে ফিরছে বিপিএল। এর আগে, টানা চারদিন একটানা চলার পর বৃহস্পতিবার শেষ হয়েছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। ঢাকায় প্রথম পর্বে ব্যাট-বলের লড়াইয়ে ব্যক্তিগতভাবে শীর্ষস্থানে ছিলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। চট্টগ্রামেও নিজেদের সেই অবস্থান ধরে রেখেছেন তারা।
চট্টগ্রামে চিটাগাং ভাইকিংসের ভাগ্য না ফিরলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল তামিম। ৮ ম্যাচে ৪১ গড়ে ২৯০ রান টাইগার ড্যাশিং ওপেনারের। এর মধ্যে রয়েছে ৩টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস ৬৯ রানের। দুই নম্বরে রয়েছেন তামিমের ক্লাব সতীর্থ লঙ্কান ওপেনার দিলশান। ৮ ম্যাচে ৩২ গড়ে ২২৮ রান।
সেরা ৫ ব্যাটসম্যানের তালিকায় তামিম-দিলশানের পরে যথাক্রমে ঢাকা ডায়নামাইটসের কুমার সাঙ্গাকারা (২২৪ রান), সিলেট সুপারস্টার্সের শ্রীলঙ্কান ক্রিকেটার দিলশান মুনাবিরা (১৭৩ রান) এবং সিলেটের অধিনায়ক মুশফিকুর রহিম (১৪৫)। এর মধ্যে প্রথম দু'জন ৮টি করে ম্যাচ খেললেও বাকিরা খেলেছেন ৬টি করে ম্যাচ।
এদিকে, ব্যাটিংয়ের মতো বোলিংয়ে সবার শীর্ষে বাংলাদেশি বোলার। ৬ ম্যাচের সাকিবের সংগ্রহ সর্বোচ্চ ১৩ উইকেট। সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছেন তরুণ বাংলাদেশি পেসার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর আবু হায়দার রনি। ৭ ম্যাচের তারও সংগ্রহ ১৩ উইকেট। তবে বোলিং গড়ে তিনি দুইয়ে অবস্থান করছেন।
এরপর সেরা ৫-এ যথাক্রমে রয়েছেন বরিশাল বুলস এর ক্যারিবীয়ান পেসার কুপার (১১), চিটাগং ভাইকিংসের মোহাম্মদ আমির (১১) এবং বরিশাল বুলস এর আল-আমিন (১১)। এদের মধ্যে বিপিএলের তৃতীয় পর্বে একমাত্র বোলার হিসেবে (বিপিএলের ইতিহাসে দ্বিতীয় বোলার) হ্যাটট্রিক করেছেন বরিশাল বুলসের আল-আমিন হোসেন।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৫/মাহবুব