ভারতে আগামী বছর অনুষ্ঠেয় আইসিসি টি-২০ বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করা হয়েছে। অাজ মুম্বাইয়ে এক অনুষ্ঠানে তা ঘোষণা করা হয়। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে বাংলাদেশ আছে 'এ' গ্রুপে। গ্রুপটির অপর দলগুলো হলো নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমান। আর 'বি' গ্রুপের দেশগুলো হলো জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, হংকং ও আফগানিস্তান। প্রতিটি গ্রুপ থেকে সেরা একটি করে দল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে যাবে। খবর দ্য হিন্দুর
প্রথম রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ধর্মশালায় ৯ মার্চ। ২০১৬ সালের ৮ মার্চ শুরু হয়ে এ টুর্নামেন্ট চলবে ৩ এপ্রিল পর্যন্ত। প্রথম রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ধর্মশালায় ৯ মার্চ। ২০১৬ সালের ৮ মার্চ শুরু হয়ে এ টুর্নামেন্ট চলবে ৩ এপ্রিল পর্যন্ত।
ষষ্ঠ আইসিসি টি-২০ বিশ্বকাপে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে প্রথম রাউন্ডে খেলবে ৮টি দল। আর দ্বিতীয় রাউন্ডে সরাসরি খেলবে বাকি ৮ টি দল। তাদের সঙ্গে যোগ হবে প্রথম রাউন্ডে শীর্ষস্থান লাভকারী দুটি দেশ। ফলে দ্বিতীয় রাউন্ড খেলবে মোট ১০টি দেশ। দ্বিতীয় রাউন্ডের সরাসরি অংশ নেয়া ৮টি দেশ হলো বাংলাদেশ ও জিম্বাবুয়ে ছাড়া বাকি ৮টি টেস্ট খেলুড়ে দেশ।
'সুপার টেন' নামে দ্বিতীয় রাউন্ডের গ্রুপিংও চূড়ান্ত করা হয়েছে। এ রাউন্ডের 'গ্রুপ ১'এ আছে শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও প্রথম রাউন্ডের গ্রুপ 'বি'র শীর্ষ দল। আর 'গ্রুপ ২'এ আছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও প্রথম রাউন্ডের 'গ্রুপ এ'র শীর্ষ বা জয়ী দল।
বাংলাদেশ যদি প্রথম রাউন্ডে শীর্ষস্থান লাভ করতে পারে তাহলে দ্বিতীয় রাউন্ডে তারা গ্রুপ ২'এ খেলবে।
এদিকে, আইসিসি টি-২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়ায় ক্রিকেট বিশ্ব পুনরায় দেশ দুটির মধ্যকার কাঙ্ক্ষিত ম্যাচ উপভোগ করতে পারবে। টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের মধ্যকার প্রথম ম্যাচ হবে ১৯ মার্চ ধর্মশারায়। আর নাগপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টের মূল আসর শুরু হবে। কলকাতার ইডেন গার্ডেনে ৩ এপ্রিল ফাইনাল অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৫/শরীফ