সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোবার্টে অনুষ্ঠিত প্রথম টেস্টে তিন দিনেই এক ইনিংস ও ২১২ রানের বড় জয় পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। স্বাগতিকদের প্রথম ইনিংসে করা ৪ উইকেটে ৫৮৩ রানের জবাবে সফরকারীরা দুই ইনিংস মিলিয়ে ৩৭১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ক্যারিবীয়দের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ২১২ রান। ফলে ফলোঅনে পড়ায় সফরকারীদের পুনরায় ব্যাটিংয়ে পাঠায় অজিরা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ক্যারিবীয়দের ব্যাটিং অারো বিপর্যয়কর রূপ নেয়। সফরকারীদের ওপেনার ক্রেইগ ছড়া আর কেউই তেমন রানের দেখা পায়নি। ক্রেইগ একাই তাদের দ্বিতীয় ইনিংসের ১৪৮ রানের মধ্যে ৯৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। আর বাকিদের বেশির ভাগই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। তাদের রান তুলার ধরন এরকম-- চন্দ্রিক শূন্য, ড্যারেন ৪, স্যামুয়েলস ৩, জেরমেইন শূন্য, রামদিন ৪, হোল্ডার ১৭, রোচ ৩, টেলর ১২ ও ওয়ারিকান ৬ রানে অপরাজিত ছিলেন। ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসের ৫টি উইকেট নেন প্যাটিনসন। অার যশ হ্যাজলউড নেন ৩টি উইকেট।
সফরকারীদের প্রথম ইনিংসে সর্বোচ্চ ১০৮ রান করেন ড্যারেন ব্রাভো। এটা হচ্ছে তার ৭ম টেস্ট সেঞ্চুরি। এছাড়া স্যামুয়েলস ৯, ওপেনার ক্রেইগ ২ রান, চন্দ্রিক ২৫, জেরমেইন ০ এবং কেমার রোচ ৩১ রান করেন। সফরকারীদের প্রথম ইনিংসের ৪টি উইকেট নেন যশ হ্যাজলউড, নাথান লিয়ন ৩টি এবং জ্যামি সিডল ২টি উইকেট নেন।
এর আগে অজিরা টসে জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৫৮৩ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে। এডাম ভোজেস অপরাজিত ডাবল সেঞ্চুরি [২৬৯ রান] ও শন মার্শের সেঞ্চুরি [১৮২]করেন। এছাড়া ওপেনার ডেভিড ওয়ার্নার ৬৪ রান করেন। ওয়ারিকান ৩টি উইকেট ও গ্যাব্রিয়েল ১টি উইকেট নেন।
এদিকে, ডাবল সেঞ্চুরি [২৬৯] করে ম্যান অব দ্য ম্যাচ হন এডাম ভোজেস। ১১ টেস্ট ম্যাচে এটাই তার প্রথম ডাবল সেঞ্চুরি।
উল্লেখ্য, তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে। আর তৃতীয় ও শেষ টেস্ট ৩ জানুয়ারি থেকে সিডনিতে অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/১২ ডিসেম্বর ২০১৫/শরীফ