ডারবানে অনুষ্ঠিত চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সফরকারী ইংল্যান্ড ২৪১ রানের বড় জয় পেয়েছে। জয়ের জন্য ৪১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ১৭৪ রানেই তাদের সবকটি উইকেট হারায়। ফলে সফরকারীরা এ জয় পায়।
প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার ডিন এলগার। এবি ডি ভিলিয়ার্স ৩৭ রান ও ভ্যান জিল ৩৩ রান করেন।
সফরকারীদের ফিন ৪টি উইকেট, মঈন আলী ৩টি, স্টোকস, ব্রড ও উকস ১টি করে উইকেট নেন।
সফরকারী ইংল্যান্ড টসে হেরে প্রথমে ব্যাট করে তাদের প্রথম ইনিংসে ৩০৩ রান সংগ্রহ করে। দলের হয়ে কম্পটন সর্বোচ্চ ৮৫ রান ও টেলর করেন ৭০ রান। প্রোটিয়াদের হয়ে ডেল স্টেইন ও মরনি মর্কেল ৪টি করে উইকেট নেন। অার কাইল অ্যাবোট ও পিয়েডত ১টি করে উইকেট নেন। জবাবে স্বাগতিকরা তাদের প্রথম ইনিংসে ২১৪ রান তুলে। এর মধ্যে ওপেনার ডিল এলগার ১১৮ রান ও ভিলিয়ার্স ৪৯ রান করেন। ফলে প্রথম ইনিংসে ১০৯ রানের লিড নিয়ে ইংলিশরা তাদের দ্বিতীয় ইনিংসে ৩২৬ তুলে। ফলে ডারবান টেস্টে স্বাগতিকদেরকে জয়ের জন্য ৪১৬ রানের বড় টার্গেট ছুড়ে দেয় সফরকারীরা।
উল্লেখ্য, কেপটাউনের নিউল্যান্ডসে ২ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৫/শরীফ