২০১৫ সালে একের পর এক হতাশার সঙ্গী রিয়াল মাদ্রিদ জয় দিয়েই বছরটা শেষ করেছে। যে বছরের শুরুটাই হয়েছিল পরাজয়ের তিক্ততা দিয়ে। এরপর যতই সময় গড়িয়েছে ততই হতাশা বেড়েছে গেছে তাদের। আর শিরোপা না জেতায় বছরটি ভুলে যেতে চাইবেন তারা। তবে বছরের শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে ৩-১ গোলে হারিয়েছে রাফায়েল বেনিতেজের দল। ম্যাচের অন্য গোলটি লুকাস ভাসকুয়েজ। আর সোসিয়াদের হয়ে একমাত্র গোলটি করেন ব্রুমা।
বুধবার রাতে সোসিয়াদের বিরুদ্ধে বড় জয় পেলেও গোলের জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে রিয়ালের। পেনাল্টি থেকে ৪২ মিনিটে প্রথম গোলটি করেন রোনালদো। ওই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রাফায়েল বেনিতেজের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে আরেকটি গোল রিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন রোনালদো। এরপর ৮৬ মিনিটে ভাসকুয়েজ গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠে ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।
এই জয়ে ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে মেসি-নেইমারের বার্সেলোনা। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ৩৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান দ্বিতীয়।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব