কে হচ্ছেন এ বছরের ফিফা ব্যালন ডি’অর জয়ী; মেসি, নেইমার না রোনালদো। যদিও বেশির ভাগই বলছে মেসির কথা। তবে সাবেক ব্যালন ডি’অর জয়ী ব্রাজিলিয়ান সুপারস্টার কাকা তিনজনের মধ্যে এগিয়ে রাখছেন জাতীয় দলের সতীর্থ নেইমারকে।
এ বিষয়ে তিনি বলেন, ‘ব্যালন ডি’অরে একটি ধারাবাহিকতা কাজ করে। আর সেই ধারাবাহিকতায় রোনালদো, জিদান তিনবার করে এই পুরস্কার জিতেছে। মাঝে ফিগো, ক্যানভারো, রোনালদিনহো, আমি এবং রিভালদো এই পুরস্কার জিতেছি। আমার মনে হয় নেইমারও দ্রুতই এই পুরস্কার পাবে।’
২০০৭ সালে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছিলেন কাকা। রিয়াল মাদ্রিদ, মিলানে নিজেকে মেলে ধরেছেন দারুণভাবে। কিন্তু বর্তমানে নিস্প্রভ পারফরম্যান্সের কারণে আলোচনার বাইরে অবস্থান করছেন রিকার্ডো কাকা।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব