স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার কেপটাউনে চলমান দ্বিতীয় টেস্ট নিশ্চিতভাবেই ড্রয়ের দিকে এগুচ্ছে। আজ এই টেস্টের শেষ দিনের খেলা চলছে। অথচ মাত্র ২ ইনিংস পুরো খেলা হয়েছে। আজ শেষ দিনে সফরকারী ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করেছে। এর ফলে তাদের সামগ্রিক লিড দাঁড়িয়েছে ১৬১ রান। আলোর স্বল্পতার কারণে এখন খেলা বন্ধ আছে। শেষ দিনে অারো প্রায় ৩১ ওভার খেলা বাকি আছে।
এর আগে কেপটাউনের নিউল্যান্ডসে চলমান এই টেস্টে সফরকারী ইংল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করে ৬২৯ রানের বিশাল সংগ্রহ গড়ে তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে। বেন স্টোকসের ডাবল সেঞ্চুরি [২৫৮] এবং জনি বেরস্টোর ১৫০ রানের উপর ভর করে এত বড় ইনিংস গড়তে সক্ষম হয় তারা। এছাড়া জো রুট হাফ সেঞ্চুরি করেন। প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাদা ৩টি, মরকেল ও মরিস ১টি করে উইকেট নিয়েছেন।
এর আগে কেপটাউন টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংলিশরা।
ইংলিশদের ৬২৯ রানের জবাবে স্বাগতিকরা অধিনায়ক হাশিম আমলার ডাবল সেঞ্চুরি [২০১] ও বাভুমার অপরাজিত সেঞ্চুরির [১০২] উপর ভর করে ৭ উইকেটে ৬২৭ রান সংগ্রহ করে প্রথম ইনিংস ঘোষণা করে। এছাড়া এবি ডি ভিলিয়ার্স ৮৮ রান ও পাফ ডু প্লেসিস ৮৬ রান করেন। ইংলিশদের হয়ে স্টোকস এলগারের উইকেটটি নিয়েছেন।
উল্লেখ্য, ডারবানে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২৪১ রানের বড় জয় পেয়ে ইংলিশরা এখন সিরিজে ১-০ তে এগিয়ে আছে।
বিডি-প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৬/শরীফ