জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ওভারে বিনা উইকেটে টাইগারদের সংগ্রহ এক রান। ব্যাট হাতে ক্রিজে আছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রবিবার বিকেল ৩টায় ম্যাচটি শুরু হয়। এর আগে, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মুর্তজা।
এদিকে, প্রথম ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আনা হয়নি। তাই প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে মাশরাফি বাহিনী।
অপরদিকে, জিম্বাবুয়ের লক্ষ্য সিরিজে ঘুরে দাঁড়ানো। তবে ইনজুরির কারণে এ ম্যাচে খেলছেন না জিম্বাবুয়ে দলের নিয়মিত অধিনায়ক এলটন চিগুম্বুরা। তার পরিবর্তে সফরকারী দলের অধিনায়কত্ব করছেন হ্যামিল্টন মাসাকাদজা।
এর আগে দুই দলের মুখোমুখি দেখায় জয়ের পাল্লা টাইগারদের দিকেই। ছয়টি টি-টোয়েন্টি ম্যাচের চারটিতেই জিতেছে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৬/মাহবুব