ক্রিস গেইল মানেই চার-ছক্কার বন্যা। গ্যালারিতে উত্তেজনা। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান মাঠে নামলে গ্যালারিতে বসা দর্শকরাও বাউন্ডারি পেরিয়ে উড়ে আসা একের পর এক ছক্কা ধরতে নড়েচড়ে বসেন। এবার বিগ ব্যাশে ১২ বলে উড়ন্ত অর্ধশতক করে ভক্তদের উচ্ছ্বাসে ভাসালেন এই ক্রিকেট দানব।
এর মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয় কম বলে হাফসেঞ্চুরির রেকর্ডে ভাগ বসিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই বিস্ফোরক ব্যাটসম্যান। এর আগে যুবরাজ ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে অর্ধশতক করেন।
সোমবার অ্যাডিলেড স্ট্রাইকাসের্র বিপক্ষে ম্যাচে মেলবোর্ন রেনেগাদেসের হয়ে ওই ঝড়ো ইনিংসটি খেলেন গেইল। ১২ বলে অর্ধশতক পূরণের পথে গেইল সাতটি ছয় ও একটি চার মারেন।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ