বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন সুইস চতুর্থ বাছাই স্তানিসলাস ভাভরিঙ্কা। স্বদেশি লুকাস রোসলকে ৬-২, ৬-৩, ৭-৬ গেমে হারিয়ে শেষ ষোলোতে উঠেন গত বছরের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন এই সুইস। এর আগের বছর অর্থাৎ ২০১৪ সালে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন ভাভরিঙ্কা। খবর রয়টার্সের
এটিপি ওয়ার্ল্ড ট্যুরে এটা ভাভরিঙ্কার ৪০০তম জয়। এর একদিন আগে আরেক স্বদেশি লেজেন্ড রজার ফেদেরার গ্র্যান্ড স্ল্যামে ৩০০তম জয় তুলে নেন। এছাড়া মারিয়া শারাপোভাও এটিপি ট্যুরে তার ৬০০তম জয় পান।
এদিকে, ভাভরিঙ্কা চতুর্থ রাউন্ডে ১৩তম বাছাই কানাডার মিলস রাওনিকের মুখোমুখি হবেন। সার্বিয়ার ভিক্টর ট্রয়াচকিকে ৬-২, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেন রাওনিক।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৬/শরীফ