টি-টোয়েন্টিতে সাফল্য না পেলেও নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়ানডে দলে ফিরে চকৎকার বোলিং করেছেন মোহাম্মদ আমির। ৮.১ ওভার বল করে ২৮ রানে পেয়েছেন ৩ উইকেট। তবে দিনটি তার জন্য মোটেই স্বস্তির ছিল না। সোমবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে এক দর্শকের কাছ থেকে পেলেন অপমানজনক সম্ভাষণ। শেষে নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে আমির মুক্তি পান সেই পরিস্থিতি থেকে।
নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের একপর্যায়ে বাউন্ডারির কাছে ফিল্ডিং করছিলেন আমির। এ সময় তাঁর পেছনে থাকা দর্শকদের একজন একটি ডলারের একটি নোট উঁচু করে যখন স্লোগান দিচ্ছিল, যা রীতিমতো হতভম্ব আমির। লজ্জায়-অপমানে যখন প্রায় মুখ ঢাকতে যাচ্ছেন, ঠিক সেই সময় আমিরকে উদ্ধারে এগিয়ে আসেন তাকে দলে নেওয়ায় কয়েকদিন আগে বেঁকে বসা সেই মোহাম্মদ হাফিজ। হাফিজই স্বপ্রণোদিত হয়ে নিরাপত্তারক্ষীদের ডেকে তাদের এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পরে নিরাপত্তাকর্মীরা সেই দর্শককে চিহ্নিত করে তাঁকে শাসিয়ে দেয় কড়া ভাষায়।
সূত্র: দ্য ডন।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৬/মাহবুব