আইপিএল, পিএসএলের পর এবার ক্যারিবিয় লিগেও দেখা যাবে বাংলাদেশের ক্রিকেটারদের। চলতি বছর ক্যারিবিয়ান লিগের নিলামের জন্য মোট ওয়েস্ট ইন্ডিস ও বিদেশি ২৮৯ জন ক্রিকেটারের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে সিপিএল কর্তৃপক্ষ। যেখানে বাংলাদেশের ৭ ক্রিকেটারের নাম রয়েছে।
যদিও এর আগে বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব ও তামিম খেলেছিলেন সিপিএলে। তবে এবারই প্রথমবারের মতো এতো জন ক্রিকেটার নিলামে উঠছে। খেলায় মান বাড়ায় বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি বিশ্বের অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোর যে আগ্রহ বেড়েছে তা এখন বোঝা যাচ্ছে।
মঙ্গলবার সিপিএলের ওয়েবসাইটে নির্বাচিত ক্রিকেটারদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বাংলাদেশি সাত ক্রিকেটারের নাম রয়েছে। তারা হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদুউল্লাহ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। এছাড়াও পাকিস্তানের ৩৭ জন, দক্ষিণ আফ্রিকার ৩৪ জন, অস্ট্রেলিয়ার ২৩ জন এবং শ্রীলঙ্কার ২০ জন ক্রিকেটারের নাম আছে এই তালিকায়।
সিপিএলের সময়সূচি ঠিক করা না হলেও আগামী ১১ ফেব্রুয়ারি বারবাডোজে অনুষ্ঠিত হবে সিপিএলের নিলাম। এদিন বাংলাদেশি ক্রিকেটারদের সৌভাগ্য নির্ধারণের দিন। তাছাড়াও আগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া পিএসএলেও বাংলাদেশের তিন ক্রিকেটার অংশগ্রণ করছেন। এরা হচ্ছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। তবে ইনজুরির কারনে অনাপত্তিপত্র পায়নি মুস্তাফিজুর রহমান।
বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব