নেপালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক রাজু রিজাল। কিন্তু তার বিরুদ্ধে বয়স চুরির সঙ্গে নাম বদলেরও অভিযোগ তোলেন ভারতীয় ক্রিকেটার কুস্তব পাওয়ার। এরপর নড়েচড়ে বসে আইসিসি। তবে উপযুক্ত প্রমাণের অভাবে এবারের মতো পার পেয়ে যাচ্ছেন রাজু।
রাজু রিজালের প্রকৃত বয়স ১৯ নয় ২৫ বছর দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে কুস্তব পাওয়ার। সেখানে তিনি দাবি করেছেন তারা একসাথে অনূর্ধ্ব-১৫ পর্যায়ের ক্রিকেট খেলেছেন। তাহলে এখন রাজুর বয়স হওয়ার কথা ২৪ কি ২৫ বছর। আর সে সময় তার নাম ছিল রাজু শর্মা। আর এখন নেপালের অধিনায়ক হিসেবে তার নাম রাজু রিজাল।
কুস্তবের অভিযোগের ভিত্তিতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও নড়েচড়ে বসে। তবে তদন্তে নেমে কোনো প্রমাণ পায়নি আইসিসি। চলতি টুর্নামেন্টের আগে ক্রিকেট এসোসিয়েশন অব নেপাল যে কাগজপত্র জমা দিয়েছে তাতে সন্তুষ্ট হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
প্রত্যেক বোর্ডকে নিয়মানুযায়ী আইসিসিকে খেলোয়াড়দের পাসপোর্টের কপি ও জন্ম নিবন্ধন কপি জমা দিতে হয়। আর সেই তথ্যানুযায়ী রাজু রিজাল ১৯৯৬ সালের ২৬ সেপ্টেম্বর নেপালের ধানগাড়িতে জন্মগ্রহণ করেছেন। তবে আইসিসি সিএএনের প্রধান নির্বাহী ও নেপালের টিম ম্যানেজার সুদিপ শর্মার সঙ্গেও কথা বলেছেন। আলোচনার পর তারা সন্তুষ্ট হয়েছে। তাই এ বিষয়টিকে আপাতত ‘ক্লোজড’ রাখছে আইসিসি।
বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব