আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় ষষ্ঠ আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ দল ঘোষণা করে।
টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের চূড়ান্ত দলের কথা বলা হলেও আপাতত ১৫ জনের বাইরে ৪ জনকে রাখা হচ্ছে অপেক্ষমাণ তালিকায়। দলে জায়গা পেয়েছেন নাসির হোসেন ও মোহাম্মদ মিথুন। অার বাদ পড়েছেন ইমরুল ও শুভাগত । বিশ্বকাপে নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মুর্তজা।
আইসিসি বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আরাফাত সানি, নুরুল হাসান সোহান, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ।
আর অপেক্ষমানরা হলেন ইমরুল কায়েস, কামরুল ইসলাম রাবিব, মুক্তার আলী ও শুভাগত হোম চৌধুরী।
উল্লেখ্য, আগামী মাসের ৮ তারিখ থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপের ষষ্ঠ এ আসর। যদি মূল আসর শুরু হবে ১৫ মার্চ থেকে। টি-২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
বিডি-প্রতিদিন/৩ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ