ব্লুমফনটেইনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে আজ টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩৯৯ রান করেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে জস বাটলার সেঞ্চুরি [১০৫] করেছেন। এটা তার একদিনের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।এছাড়া রয় ৪৮, হেইল ৫৭, জো রুট ৫২ ও স্টোকস করেছেন ৫৭ রান। সাউথ আফ্রিকার হয়ে মরিস ৩টি, এম দে লানজে ও ইমরান তাহির ২টি করে উইকেট নিয়েছেন।
ফলে এ ম্যাচে জয়ের জন্য স্বাগতিকদের করতে হবে চারশ' রান। অবশ্য চারশ'র বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড আছে প্রোটিয়াদের।
বিডি-প্রতিদিন/৩ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ