পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দুবাই পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় দুবাই গিয়ে পৌঁছান তারা।
তিন টাইগার ক্রিকেটারের সঙ্গে এদিন পিএসএলে যাওয়ার কথা ছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। কিন্তু কাঁধের ইনজুরির কারণে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা এই পেসারকে ছাড়পত্র দেয়নি বিসিবি।
দুবাই পৌঁছার পর সাকিব-তামিমকে নিয়ে সেলফি তুললেন মুশফিকুর রহিম। সেই ছবিই তিনি আবার শেয়ার করলেন তার অফিসিয়াল ফেসবুক পেজে। ক্যাপশনে ছোটকরে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমরা দুবাই পৌঁছালাম।
উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ রাত দশটায় পর্দা উঠবে ঝমকালো পিএসএলের। নিরাপত্তা সমস্যার কারণে পাকিস্তানের এই ঘরোয়া টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে মরু শহর দুবাই এবং শারজায়।
প্রসঙ্গত, পিএসএল খেলতে গত সোমবারই দুবাই যাওয়ার কথা ছিল বাংলাদেশের এই তিন ক্রিকেটারের। কিন্তু ভিসা জটিলতার কারণে বৃহস্পতিবার পৌঁছাতে হয়েছে।
মজার বিষয় হলো, সাকিব-মুশফিক আবার পিএসএলে হয়ে যাবে সতীর্থ। তাদের প্রতিপক্ষ থাকবেন তামিম। করাচি কিংসে মুশফিক সতীর্থ হিসেবে পাচ্ছেন সাকিবকে। তামিম খেলবেন পেশোয়ার জালমিতে।
বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব