এবারের বিপিএলে বরিশাল বুলস ১০ ম্যাচে মাত্র ছয় পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা। আর এর জন্য ম্যাচ ফিক্সিং কে দায়ী করলেন বরিশাল বুলসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কণ্ঠশিল্পী আসিফ আকবর।
দলটির এমন বিপর্যয় দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বরিশালের ব্র্যান্ড অ্যাম্বাসাডর আসিফ আকবর তার ফেসবুক পেজে অভিযোগ করে লিখেছেন, "দলটির দেশি-বিদেশি খেলোয়াড়রা ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। এ কারণেই দলের পারফরম্যান্স খুব একটা ভালো নয়।"
তবে তার এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বরিশাল অধিনায়ক মুশফিকুর রহিম। মঙ্গলবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এ সম্পর্কে মুশফিক বলেন, "আমি নিশ্চিত তার কাছে কোনো প্রমাণ নেই। আমার প্রশ্ন, মাথা ঠিক থাকা অবস্থায় কি তিনি এমন কথা লিখেছেন? আসলে পাগল ছাড়া এ ধরনের কথা কেউ বলতে পারেন না বা লিখতেই পারেন না।"
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৬/তাফসীর-৩