ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহামের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে আর্সেনাল। অ্যালেক্সিস সানচেজের দুর্দান্ত হ্যাটট্রিকে জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। এছারাও একটি করে গোল করেন মেসুত ওজিল ও অ্যালেক্স অক্সালেড-চেম্বারলেইন।
শনিবার রাতে ওয়েস্টহামের মাঠ লন্ডন স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় আর্সেনাল। আর্সেনালের হয়ে জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল গোলের শুরুটা করেন। তাকে সহায়তা করেন সানচেজ। প্রথমার্ধে এই ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে আর্সেনাল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা বাড়িয়ে দেয় আর্সেনাল। ফলে ম্যাচের ৭২ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় তারা। চিলি তারকা সানচেজ এই গোলটি করেন। সাকোদ্রান মুস্তাফির তাকে অ্যাসিস্ট করেন। এরপর ৮০ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন সানচেজ। তিন মিনিট পর অবশ্য স্বাগতিক ফুটবলার অ্যান্ডি ক্যারল দলের হয়ে একটি গোল শোধ করেন (৩-১)।
৮৪ মিনিটেই আবার ব্যবধান বাড়ায় সফরকারীরা। এবার প্রথম গোলের মালিক ওজিলের সহায়তায় গোল করেন অক্সালেড-চেম্বারলেইন। আর দুই মিনিট পরেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন সানচেজ।
বিডি-প্রতিদিন/৪ডিসেম্বর, ২০১৬/তাফসীর-৫