আগামী বছর অ্যাসেজ সিরিজ হবে অস্ট্রেলিয়ায়। এবার অ্যাসেজ সিরিজেও থাকবে দিন-রাতের টেস্ট। ২৩ নভেম্বর প্রথম টেস্ট শুরু গাব্বায়। সিরিজের দ্বিতীয় ম্যাচটাই হবে দিন-রাতের। এডিলেডে ২-৬ ডিসেম্বর হবে গোলাপি বলের ম্যাচ। এডিলেডে ইতিমধ্যেই দুটি দিন-রাতের টেস্ট হয়ে গিয়েছে। দুটি ম্যাচেই জিতেছে অস্ট্রেলিয়া।
এদিকে বৃহস্পতিবার থেকে গাব্বায় আবারও একটা দিন-রাতের টেস্ট শুরু হতে চলেছে। যে ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে পাকিস্তান। অ্যাসেজে দিনরাতের টেস্ট আয়োজন করার জন্য ইসিবি-র সঙ্গে আলোচনা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সবুজ সঙ্কেত দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, ‘এডিলেডেই হতে চলেছে অ্যাসেজ সিরিজের প্রথম দিন-রাতের টেস্ট। এর আগে এডিলেডে যে দুটি ম্যাচ হয়েছিল সেখানে দর্শকদের বিপুল সারা পাওয়া গিয়েছে। তাই আবারও আমরা এডিলেডকেই বেছে নিলাম।’
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১১