বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজ। প্রথম ম্যাচটাই ব্রিসবেনের গাব্বায়। সিরিজ শুরুর আগেই পাকিস্তানকে চাপে রাখার কাজটা শুরু করে দিল অস্ট্রেলিয়া। দলের পেসার জোস হ্যাজলেউড জানিয়ে দিলেন গাব্বায় পাকিস্তানি ব্যাটসম্যানরা চাপে পড়বেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটো টেস্টেই হেরেছে পাকিস্তান। উল্টোদিকে অস্ট্রেলিয়াও ঘরের মাঠে সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। এই পরিস্থিতিতে দুটো দলের কাছেই সিরিজটা গুরুত্বপূর্ন।
হ্যাজলেউড বলেন, ‘পাক ব্যাটিংয়ে ভারসাম্য আছে। তবে ওদের টপ অর্ডারের পক্ষে কাজটা মোটেই সহজ হবে না। এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মোটেও ভাল খেলতে পারেনি পাকিস্তান। দুটো টেস্টেই হেরেছে।’
হ্যাজলেউড আরও বলেন, ‘মেলবোর্ন ও সিডনির উইকেটে পাক ব্যাটসম্যানরা খেলতে পছন্দ করবে। কিন্তু গাব্বায় কাজটা মোটেও সহজ নয়। তাই প্রথম টেস্টে জিতে সিরিজে ১-০ এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আমাদের। এডিলেডে দুটো দিন-রাতের টেস্টেই দারুণ সাড়া পাওয়া গিয়েছিল। অনেক দর্শক এসেছিলেন খেলা দেখতে। অ্যাসেজ সিরিজে গোলাপি বলের টেস্ট ম্যাচ হবে, যা দারুণ খবর।’
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৮