টেস্ট ক্রিকেটে মাঠে দর্শক টানতে অভিনব উদ্যোগ নিল অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। ব্রিসবেনে গ্যালারির মধ্যেই আস্ত একটা সুইমিং পুল বানিয়ে ফেলা হয়েছে। জলের তলায় গা ভাসিয়েই বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে স্টিভ স্মিথের সেঞ্চুরি উপভোগ করলেন দর্শকেরা।
গ্যালারিতে নির্মিত সুইমিং পুলে ৩২ হাজার লিটার জল ধরে। বৃহস্পতিবার দেখা গেছে, অস্ট্রেলীয় ক্রিকেট ভক্তরা সুইম স্যুট পরে পুলে নেমে পড়েছেন।
বিকিনি পরে জলে নেমে পড়েছিলেন নারী সমর্থকেরাও। খেলা দেখা ও পুল পার্টি- দুই-ই চলেছে সমান তালে। দুর্ঘটনা এড়াতে উদ্ধারকারী দলও তৈরি রাখা হয়েছে। দায়িত্বে বেইজিং অলিম্পিক্সে তিনটি সোনা জয়ী সাঁতারু স্টেফানি রাইস।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৬/ফারজানা