গত বুধবার সীমিত ওভারের ক্রিকেট থেকে ভারতের অধিনায়কত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার দু’দিন পর মাহিকে শুভেচ্ছাবার্তা পাঠালেন তার উত্তরসূরী বিরাট কোহলি। টুইটারে কোহলি লিখেছেন, ‘তুমি সবসময়ই আমার অধিনায়ক থাকবে। তরুণদের কাছে তুমি আদর্শ।’
ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ও টি ২০ সিরিজের জন্য দল ভারতীয় দল নির্বাচন হবে আজ শুক্রবার। জাতীয় নির্বাচকরা সভায় বিরাট কোহলিকেই পরবর্তী অধিনায়ক হিসেবে বেছে নেবেন। যদিও ২০১৪ সালের ডিসেম্বর থেকেই ভারতের টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন বিরাট। তার নেতৃত্বে দল ইতোমধ্যে সাফল্যও পেয়েছে। শীর্ষেও উঠে এসেছে দল। তাই সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব করাটা অসুবিধার হবে না বিরাটের পক্ষে। কারণ দলের প্রতিটা ক্রিকেটারকে তিনি চেনেন।
এদিকে মুম্বাইয়ে শুক্রবার বিসিসিআইয়ের সদর দপ্তরে দল নির্বাচনের সময় উপস্থিত থাকার কথা কোহলির। তিনি না থাকলেও টেলি কনফারেন্সের মাধ্যমে তার মতামত জেনে নেবেন নির্বাচকরা।
বিডি-প্রতিদিন/ ৬ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-২