মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে ধোনির ভূমিকায় অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। সম্প্রতি তিনি জানালেন, সারা জীবন তিনি ভারতীয় ক্রিকেটের এই নায়ককে ক্যাপটেন বলেই ডাকবেন।
সুশান্ত বলেন "আমার জন্ম পাটনায়। তাই বুঝি আমাদের মত অঞ্চল থেকে নিজের পেশায় সেরা হওয়ার জন্য কী অসম্ভব পরিশ্রম করতে হয়। ধোনি আমাদের শিখিয়েছে, প্রতিকুলতার বিরুদ্ধ লড়াই করতে হয়।"
এই বলিউড অভিনেতা আরও বলেন, "আমার ‘ক্যাপ্টেন’ টানা ১০ বছর ভারতকে দাপটের সঙ্গে নেতৃত্ব দিয়েছে। এখন অবশ্য সাধারণ ক্রিকেটার হিসেবে খেলা চালিয়ে যাবে। এবং আমি একই রকম মুগ্ধতার সঙ্গে ওর ব্যাটিং দেখার জন্য মুখিয়ে থাকব। এবং যখনই দেখা হবে, আমি কিন্তু ওকে ক্যাপটেন বলেই ডাকব।"
বিডি-প্রতিদিন/ ৬ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১১