নতুন বছরের শুরুতে মধুর প্রতিশোধ নিলেন নোভাক জকোভিচ। অ্যান্ডি মারেকে হারিয়ে কাতার ওপেন জিতেছেন এই সার্বিয়ান তারকা। এর আগে, গত বছরের শেষ দিকে মারের কাছে হেরেই শীর্ষস্থান খুইয়েছিলেন জকোভিচ। এরপর নতুন বছরের প্রথম মুখোমুখিতে মারেকে ৬–৩, ৫–৭, ৬–৪ গেমে হারিয়েছেন জকোভিচ।
অন্যদিকে টানা ২৮ ম্যাচ জয়ের পর হারের মুখ দেখতে হল ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে। প্রায় ৩ ঘণ্টার ম্যারাথন লড়াই শেষে জকোভিচ বললেন, ‘আমাদের প্রতিটা ম্যাচেই থাকে চ্যালেঞ্জ। সেকারণেই আমার এবং মারের লড়াই এত রোমাঞ্চকর হয়। এদিন আমরা দু’জনেই জেতার জন্য মরিয়া ছিলাম।’
দ্বিতীয় সেটে তিন–তিনটে ম্যাচ পয়েন্ট হারান জকোভিচ। ম্যাচের পর বললেন, ‘মারে যেভাবে দ্বিতীয় সেটে ফিরে এল তা অবিশ্বাস্য। আমি দ্রুত ম্যাচটা শেষ করতে চেয়েছিলাম। সেকারণেই কয়েকটা ভুল করে ফেলি।’
জকোভিচের কাছে হেরে হতাশ মারে। তিনি জানিয়েছেন, ‘বছরের শুরুতেই একটা দারুণ লড়াই হল। কয়েকটা সুযোগ আমি হারিয়েছি। যার ফলে ম্যাচটা হারতে হল। তৃতীয় সেটে ৩–২ এগিয়েছিলাম। আমার ভুলের সুযোগগুলো জকোভিচ কাজে লাগিয়ে ম্যাচটা বের করে নিয়ে গেল।’
যদিও এই হারের প্রভাব অস্ট্রেলিয়ান ওপেনে পড়বে না বলে জানিয়েছেন শীর্ষবাছাই মারে। নভেম্বরে এটিপি ওয়ার্ল্ড টুরের ফাইনালসের পর আবার পরস্পরের বিরুদ্ধে খেললেন তারা।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব