আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠার সুযোগ ছিল বিরাট কোহলির। কিন্তু স্টিভেন স্মিথের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে ২ নম্বরেই থেকে গেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।
এখন শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। পাকিস্তানের সঙ্গে সিরিজে তিনি ব্যর্থ হলে কোহলি হয়ত শীর্ষে চলে আসতেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে স্মিথ দারুণভাবে সফল। তিন টেস্টের সিরিজে সবচেয়ে বেশি রান এসেছে তার ব্যাট থেকেই। ২ সেঞ্চুরিসহ ১১০.২৫ গড়ে করেছেন ৪৪১ রান। এই দুরন্ত ব্যাটিংয়ের জন্য আবার তিনিই শীর্ষে রয়ে গেলেন। তার পয়েন্ট ৯৩৩। অন্যদিকে দু’নম্বরে থাকা কোহলির পয়েন্ট ৮৭৫। তিন, চার ও পাঁচ নম্বরে জো রুট, কেন উইলিয়ামস, ডেভিড ওয়ার্নার।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব