রিয়াল মাদ্রিদকে তিনটি শিরোপা জেতানো জিনেদিন জিদান ও পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়ন করানো ফের্নাদো সান্তোসকে হারিয়ে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ জিতেছেন ইতালিয়ান কোচ রানিয়েরি।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় সুইজারল্যান্ডের জুরিখে বর্ষসেরা কোচ হিসেবে তার নাম ঘোষণা করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাবেক কোচ দিয়েগো মারাডোনা।
মূলত, ফুটবল বিশ্বকে চমকে লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে মূল ভূমিকা রাখায় এ পুরস্কার পেয়েছেন তিনি।
রানিয়েরির অধীনে গত মৌসুমের শুরু থেকেই একের পর এক চমক দেখাতে শুরু করে লেস্টার। পুরো মৌসুমে লিগে মাত্র তিনটি ম্যাচে হারা দলটি সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে প্রথমবারের মতো ইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ে।
লিগের চলতি মৌসুম লেস্টার ভালো করতে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক আসরেই দারুণ খেলছে তারা। গ্রুপ পর্বে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে ওঠে তারা।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম