শ্রীলঙ্কার বিপক্ষে চলতি মাসের শেষে তিন ম্যাচের টোয়েন্টি২০ সিরিজের জন্য ১৩ সদস্যের দুর্বল দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্রামে দেয়া হয়েছে অল-রাউন্ডার ডেভিও ওয়েইস ও অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে।
ওয়েইস তিন বছরের চুক্তিতে ইংলিশ কাউন্টি দল সাসেক্সে যোগ দিয়েছেন। সে কারণে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আর অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, প্রাথমিকভাবে ৩১ বছর বয়সী ওয়েইসকে দলে রাখা হলেও আন্তর্জাতিক ক্যারিয়ার সমাপ্তির ঘোষণা দেয়ার সাথে সাথে তাকে দল থেকে বাদ দেয়া হয়।
তবে আসন্ন এই সিরিজকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা বেশীরভাগ শীর্ষস্থানীয় খেলোয়াড়দের বিশ্রামে রেখেছে। এর মধ্যে রয়েছেন টি২০ দলের নিয়মিত অধিনয়াক ডু প্লেসিস। আসন্ন সিরিজে দলকে নেতৃত্ব দিবেন অল-রাউন্ডার ফারহান বেহারদিন। পাঁচজন একেবারে নতুন খেলোয়াড় দলভুক্ত করা হয়েছে। এছাড়া আরও রয়েছেন অল-রাউন্ডার আনডিলে ফেলুকুয়ানো যিনি দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে একটি মাত্র ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন। কনুইয়ের ইনজুরির কারণে গত জুন থেকে দলের বাইরে থাকা তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ও পিঠের ইনজুরিতে থাকা ফাস্ট বোলার মর্নে মরকেল ২২ জানুয়ারি থেকে ঘরোয়া ওয়ানডে ম্যাচের মাধ্যমে মাঠে ফিরছেন। আগামী ২৫ জানুয়ারি কেপ টাউনে অনুষ্ঠিতব্য শেষ ও তৃতীয় ওয়ানডেতে হয়ত তারা দলে ফিরতে পারেন।
টি২০ স্কোয়াড : ফারহান বেহারদিন (অধিনায়ক), থেওনিস ডি ব্রুইন, রেহা হেনড্রিকস, ইমরান তাহির, হেইনো কুন, ডেভিড মিলার, মানগালিসো মোসেলে (উইকটরক্ষক), লুঙ্গি এনগিদি, ওয়েন পারনেল, ডেন পিটারসন, এ্যারন ফানগিসো, আনডিলে ফেলুকুয়ায়ো, জন-জন স্মুতস।
২০ জানুয়ারি- ১ম টি-২০, সেঞ্চুরিয়ান
২২ জানুয়ারি- ২য় টি-২০, জোহানেস বার্গ
২৫ জানুয়ারি- ৩য় টি-২০, কেপ টাউন।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম