ফরোয়ার্ড মেমফিস ডিপেকে দলে নিতে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে আলোচনা শুরু করেছে ফ্রেঞ্চ ক্লাব লিঁও। কিন্তু তারকা এই ডাচ ফরোয়ার্ডকে ছাড়তে লিঁওর কাছে ম্যান ইউ ১৭ মিলিয়ন ইউরো দাবি করেছে গুজবই শোনা যাচ্ছে।
ইতোমধ্যেই একটি বিষয় নিশ্চিত হওয়া গেছে হয় চলতি মাসের শেষে অথবা মৌসুমের শেষে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ছেন ডিপে। এদিকে পিএসভি’র সাবেক এই ফরোয়ার্ডকে দলে নিতে এভারটনও আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু ক্লাব সূত্রে জানা গেছে ধারে নয় বরং স্থায়ীভাবেই ডিপেকে ছেড়ে দিতে চাচ্ছে ইউনাইটেড।
ইতোমধ্যেই লীগ ওয়ানের ক্লাব লিঁও রেড ডেভিলসদের কাছে ডিপের ব্যপারে প্রস্তাব দিয়েছে।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম