দমকা হাওয়ার শো শো শব্দ চারপাশে। বাতাসের সঙ্গে যোগ হয়েছে মেঘলা আকাশ। আবহাওয়ার মত টসও পক্ষ গেল স্বাগতিকদের। টস জিতে নিউজিল্যান্ড অনুমিতভাবেই নিয়েছে বোলিং। তাদের সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে ইমরুল (১) দ্রুতই আউট হয়ে গেলেন।
তবে আরেক ওপেনার তামিম ইকবাল ছিলেন বেশ আগ্রাসী। মুমিনুল হককে সঙ্গে নিয়ে তামিম তুলে নেন নিজের ২০তম অর্ধশতক।
পাল্টা আক্রমণে নিউজিল্যান্ডের বোলারদের চাপে রাখা তামিম ইকবাল অর্ধশতকে পৌঁছান ৪৮ বলে। বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান পঞ্চাশে যেতে হাঁকান ১০টি চার।
চতুর্দশ ওভারে টিম সাউদির বলে দারুণ কাভার ড্রাইভে তিন রান নিয়ে ২০তম অর্ধশতক তুলে নেন তামিম। বাংলাদেশের ৫৬ রানের মধ্যে ৫২ রানই তার।
কিন্তু ছন্দটা ধরে রাখতে পারলেন না তিনি। হাফ সেঞ্চুরি করেই আউট হয়ে যান এই ওপেনার। বোল্টের একটু ভেতরে ঢোকা বলে লাইন মিস করলে তামিমের পায়ে লাগে। আম্পায়ার স্বাগতিকদের জোরালো আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন কেন উইলিয়ামসন। রিপ্লেতে দেখা যায়, বল অফ স্টাম্পের উপরের দিকে আঘাত হানতো। সিদ্ধান্ত পাল্টে এবার তামিমকে আউট দেন আম্পায়ার।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম