ব্যাটিংয়ের মত বাংলাদেশের বোলারদের আগ্রাসি মনোভাব প্রশংসনীয়। শুরু থেকে কিউইদের চেপে ধরার চেষ্টা করছে টাইগাররা। নিউজিল্যান্ডের ওপেনার জিত রাভালের উইকেট তুলে নিয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি।
৫৯৫ রানের জবাবে ব্যাট করতে নেমে জিত রাভাল এবং টম ল্যাথাম মিলে গড়ে তুলেন ৫৪ রানের জুটি। বাংলাদেশের দুই অভিষিক্ত পেসার তাসকিন আহমেদ এবং শুভাশিস রায়, সঙ্গে কামরুল ইসলাম রাব্বি এবং অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। এ চারজনের চাপ সৃষ্টির ফলে ৫৪ রানের মাথায় উইকেট দিতে বাধ্য হলেন জিত রাভাল।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৮ উইকেটে ৫৯৫ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা দেয় বাংলাদেশ। সাকিব ২১৭, মুশফিক ১৫৯, মুমিনুল ৬৪, তামিম ৫৬ এবং সাব্বির করেন ৫৪ রান।