শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন জে পি ডুমিনি। তার নামের পাশে রয়েছে ১৫৫ রান। এরপরেও অবশ্য তাকে নিয়ে নয়, ক্রিকেট মিডিয়া মাতল হাসিম আমলাকে নিয়ে। নিজের শততম টেস্টে আমলা সেঞ্চুরি করেছেন বলে।
এরপরেও কোন অভিযোগ নেই ৩২ বছরের দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান ডুমিনির। শুধু নিজের কাজটিই ঠিকঠাক করে যেতে আগ্রহী তিনি। ডুমিনি বললেন, ‘নিজেকে টপ অর্ডারের একজন ব্যাটসম্যান বলেই চিরকাল মনে করে এসেছি। জানতাম সুযোগ পেলে চার নম্বরে নেমেও সফল হব।’
এবি ডিভিলিয়ার্স চোট পাওয়ার পর গত আট টেস্টে চার নম্বরে ব্যাট করতে নেমে ৫৫৯ রান করেছেন। দুটি শতরান সহ তার গড় প্রায় ৪৪ এর কাছাকাছি।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬