বার্সেলোনা দলের সেরা তারকা মেসির বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে পদ হারালেন বার্সেলোনার ডিরেক্টর পিয়ের গ্রাটাকস। তিনি যে কত বড় মারাত্মক ভুল করেছেন তা এখন বেশ ভালোভাবেই টের পাচ্ছেন। গ্রাটাকস প্রকাশ্যে সমালোচনা করেছিলেন মেসির। তিনি বলেছিলেন, ‘বার্সিলোনায় সতীর্থদের সাহায্য পান বলেই মেসি ক্লাবে এত উজ্জ্বল।’
এ রকম মন্তব্য করার পর গ্রাটাকসকে সরিয়ে দেয় বার্সেলোনা কর্তৃপক্ষ। ক্যাম্প ন্যু তে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন গ্রাটাকস। বার্সেলোনার ‘লা মেসিয়া’ একাডেমির শিক্ষার্থীদের অনুশীলন এবং পড়াশোনার দিকটি দেখাশোনা করতেন তিনি।
কোপা ডেল রে এর ড্র অনুষ্ঠানে এসে গ্রাটাকস পরিস্কার বলে দেন, ‘কেউ ভাববেন না যে শুধু মেসির জন্যই বার্সেলোনা আজ এই জায়গায়! মেসি দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। তবে নেইমার, সুয়ারেজ, ইনিয়েস্তা বা জেরার্ড পিকেদের ছাড়া মেসিকে এত ঝকঝকে লাগত না।’
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২