মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসের পর ইনজুরির কারণে এবার স্কোয়াড থেকে ছিটকে গেলেন টেস্ট স্পেশ্যালিস্ট মুমিনুল হকও। বৃহস্পতিবার অনুশীলনের পর তার না খেলার বিষয়টা স্পষ্ট করা হয়। তাই শেষ মুহূর্তে স্কোয়াডে নেওয়া হয়েছে দলের সঙ্গে থাকা নাজমুল হোসেন শান্ত ও মুস্তাফিজুর রহমানকে। ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য নিউজিল্যান্ডে আসা তরুণ ব্যাটসম্যন শান্ত এখন টেস্ট অভিষেকের অপেক্ষায়!
ওয়েলিটংটন টেস্টে ব্যাটিংয়ের সময় বল লেগে পাঁজরে চোট পেয়েছিলেন মুমিনুল। আর সেই চোটই দ্বিতীয় টেস্ট থেকে এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে ছিটকে দিল।
তিনজন ছিটকে যাওয়ার পর স্কোয়াডে নেওয়া হয়েছে শান্ত ও মু্স্তাফিজকে। তবে মুমিনুলের জায়গায় একজন বোলার বাড়তি খেলানোর সম্ভাবনা সামান্যই। সেক্ষেত্রে ব্যাটিংয়ে বিকল্প আছে আর একজনই, শান্ত। শেখার জন্য এসেছিলেন সফরে; সেখানে তরুণ বাঁহাতি এই ব্যাটসম্যানকে নামতে হচ্ছে সর্বোচ্চ পরীক্ষায়!
এদিন, অনুশীলন শুরু আগে মুশফিক ও ইমরুল দ্বিতীয় টেস্টে অংশ নিতে পারছেন বলে জানান তামিম ইকবাল। তাদের দু'জনের জায়গায় স্কোয়াডে নেওয়া হয় সৌম্য সরকার ও নুরুল হাসান সোহানকে।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব