নিউজিল্যান্ডের বিপক্ষে সফরের শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হেগলি ওভালে টস ভাগ্য সহায় হয়নি টেস্টে প্রথমবার দলপতির দায়িত্ব পালন করতে নামা তামিম ইকবালের। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশে অভিষেক হয়েছে দুজনের। মুশফিকুর রহিমের চোটে নুরুল হাসান সোহানের অভিষেক অনুমিতভাবেই নিশ্চিত ছিল। ম্যাচের আগের দিন অনুশীলনে স্বাভাবিক নড়াচড়া করতে পারেননি মুমিনুল হক। যার ফলে নাজমুল হোসেন শান্তর অভিষেকও একরকম নিশ্চিত হয়ে যায়।
এই দুজনের বাইরেও বাংলাদেশ দলে পরিবর্তন আছে আরও দুটি। দলে ফিরেছেন রুবেল হোসেন। চোট পাওয়া ইমরুল কায়েসের জায়গায় সৌম্য সরকার।
উল্লেখ্য দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজে এগিয়ে রয়েছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩