ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটন ও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের সঙ্গে ড্রয়ের পর জয়ের দেখা পেল লিভারপুল। রবিবার পয়েন্ট টেবিলের নিচের দিকের দল বোর্নমাউথের মাঠে ৪-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল।
শুরুতেই দারুণ এক গোল করেন কৌতিনিয়ো। বল পায়ে বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে এক জনকে কাটিয়ে আরেক জনকে কোনো সুযোগ না দিয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই মিডফিল্ডার। ছয় মিনিট পর কৌতিনিয়োর কর্নারে বাইলাইন থেকে ফিরমিনোর ছয় গজ বক্সে বাড়ানো বল হেডে জালে পাঠান ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দেইয়ান লোভরেন।
এরপর ম্যাচের ৪৪ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন সালাহ। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে এক জনকে কাটিয়ে গোলরক্ষক ও আরও কয়েক জন ডিফেন্ডারের মধ্যে দিয়ে লক্ষ্যভেদ করেন মিশরের এই ফরোয়ার্ড। পরে ৬৬তম মিনিটে স্বদেশি কৌতিনিয়োর দারুণ ক্রসে হেড করে বড় জয় নিশ্চিত করেন আরেক ফরোয়ার্ড ফিরমিনো।
বিডি প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ