আগামী মাসে টাইগারদের ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজ অনুষ্ঠিত হবে। কিন্তু সাকিব-তামিমদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহ বিদায় নেওয়া এখনও উত্তরসূরি খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর বা টিম ডিরেক্টরের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ন্যাশনাল গেমস ডেভেলপমেন্ট চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে।
শনিবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান।
জানুয়ারি মাসে বাংলাদেশের মাটিতে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক দল ছাড়াও অংশ নিবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ দল।
ত্রিদেশীয় সিরিজের আগে প্রাথমিক দল ঘোষণা করার কথা রয়েছে বিসিবির। প্রাথমিক দল গঠনের জন্য জাতীয় দলের নির্বাচকরা শনিবার বৈঠকে বসেছেন। এসময় আকমার খান জানান, ‘ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদম সুজন।’ এতদিন জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন সাবেক অধিনায়ক সুজন।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম