ভারত-পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি যেমন সবসময় উত্তপ্ত, ক্রিকেটে তার উল্টো। মাঠের বাইরে দুই দেশের ক্রিকেটারদের সম্পর্ক বার বার সেই প্রমাণ হাজির করেছে। ক্রিকেট ছাড়লেও এ সম্পর্কটা তারা বজায় রাখেন। যেমনটা ঘটেছে শোয়েব আখতার-যুবরাজ সিংয়ের ক্ষেত্রে। শোয়েব ক্রিকেট ছেড়েছেন, যুবরাজ এখনো ভারতের হয়ে খেলছেন। কিন্তু তাদের সম্পর্কটা আগের মতোই আছে।
সম্প্রতি টুইটারে একটি পোস্ট করেছিলেন শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে সঙ্গে সঙ্গে মজার ছলে খোঁচা দিয়েছেন যুবরাজ। শোয়েব টুইটারে লিখেছেন, 'কঠোর পরিশ্রমের মাধ্যমেই তুমি স্বপ্নকে ছুঁয়ে দিতে পারো।' সঙ্গে নিজের একটি ছবিও দিয়েছিলেন। যুবরাজ সঙ্গে সঙ্গে লিখেছেন, 'যা বলেছো ঠিকই আছে। কিন্তু তুমি ওয়েল্ডিং করতে কোথায় যাচ্ছো!' যুবরাজ ভুল বলেননি।শোয়েব নিজের যে ছবি টুইটারে পোস্ট করেছেন তা দেখে সত্যিই মনে হচ্ছে তিনি ওয়েল্ডিং করতেই যাচ্ছেন।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৭/ফারজানা